স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরের কর্নার প্লাজার চতুর্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ লতিফ। সভার শুরুতে আগের সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ।
সভায় সিনিয়র সহ-সভাপতি অভিজিত রায়, সহ-সভাপতি শাওন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, শরীফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুর রহমান গাজী, দপ্তর সম্পাদক কবির হোসেনে মিজি, কার্যকরী সদস্য বাদল মজুমদার ও অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম উপস্থিত ছিলেন।
কার্যকরী পরিষদের সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ, আয়-ব্যয়ের হিসাব, নতুন সদস্য সংগ্রহে ফর্ম বিতরণ, কার্যকরী কমিটিতে আরো ৩জন অন্তর্ভুক্তি, কেন্দ্রিয় নেতৃবৃন্দের আগমনে বার্ষিক বনভোজন, কল্যাণ ফান্ড গঠন ও বিবিধ আলোচনার মধ্য দিয়ে সভা শেষ হয়।
১৬ ডিসেম্বর, ২০২১।