চাঁদপুর ১৫নং ওয়ার্ডে ফরিদগঞ্জ আওয়ামী পরিবারের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী জিল্লুর রহমান জুয়েল নৌকা মার্কার সমর্থনে শনিবার (৩ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভার ১৫নং ওয়ার্ডের বেলভিউ হসপিটালের সামনের অংশ, বিষ্ণুদী রোড, শেরে বাংলা হল এলাকা, ব্যাংক কলোনী, জিটি রোড উত্তর, ষোলঘর এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার, সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি (বিআরডিবির) চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, জাকির খাঁন, জহিরুল ইসলাম চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ ফোরামের সভাপতি এস এম মুনির হোসেন, সাধারণ সম্পাদক বেনজির আহমেদ সুমন, সহ-ভাপতি মোজাম্মেল হক আজম, উপজেলা যুগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম আজাদ, সাবেক ছাত্রলীগের নেতা হেলাল উদ্দিন রাড়ি, আনিসুজ্জামান বকাউল, আরিফুর রহমান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, আক্তারুজ্জামান মুন্না তালুকদার, ইমরান পাটওয়ারী, ব্যাংকার মানিক দেওয়ান, মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান বেপারী , কাউয়ুম গাজী, টুটুল রাড়ি, ইমাম হোসেন রিপন, হাবিবুর রহমান রনি, কাউসার হোসেন, মো. হাবিব, রবিন, এমরান হোসাইন প্রমুখ।
৪ অক্টোবর, ২০২০।