প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির শীর্ষ স্থানীয় নেতাদের নির্দেশে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন শেষে পূরণ করে জমা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া।
গতকাল শনিবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) নির্বাচনী আসনের মনোনয়ন ফরম বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছে জমা দেন শফিকুর রহমান ভূঁইয়া। এর আগে গত ১৬ নভেম্বর রাত ৮টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, খলিলুর রহমান গাজী, সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম-সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা যুবদলের সভাপতি রাফিউস শাহাদাত ওয়াসীম পাটওয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি সফিউদ্দিন বাবলু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বেপারী, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বেপারী, যুবদল নেতা মাহবুব খান মুন্না, আবু তাহের মোল্লা, এমদাদ হোসেন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী সোহেল, নয়ন মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মনোনয়ন ফরম জমাদানকারী নেতাদের সাথে অংশ নেন।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর-৩ আসনে শফিক ভূঁইয়ার মনোনয়ন ফরম জমা