চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল


চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন তার কর্মকান্ডে  প্রশংসিত হচ্ছে
————পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, সৎ উদ্দেশ্যের কারণে চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন তার কর্মকা-ে প্রশংসিত হচ্ছে। তার প্রতিটি কর্মকা-ের সাথে আমি জড়িয়ে পড়েছি। পৌর মেয়র না থাকলেও যতদিন বেঁচে থাকবো ততদিন এ ফাউন্ডেশনের কর্মকা-ে আমি সহযোগিতা করবো। এ ফাউন্ডেশনের কর্মকর্তার সৎ ও যোগ্য। এরা সঠিক নেতৃত্ব দিচ্ছে বলেই চাঁদপুরে ভালো অবস্থানে রয়েছে তারা। ভবিষ্যতেও এ ফাউন্ডেশন তার কর্মকা-ে সামনে এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি।
তিনি গত শনিবার চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সাধারণ সভা ও ইফতার মাহফিলে আলোচনাকালে এসব কথা বলেন।
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি ও পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিজি পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জিএম তসলিম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ডালি, প্রফেসর মোহাম্মদ হোসেন খান, প্রতিষ্ঠাতা সভাপতি ইকরাম চৌধুরী, অ্যাড. সাইদুল ইসলাম বাবুল, জসিম উদ্দিন শেখ, দেলোয়ার হোসেন, এমরান হোসেন সেলিম, আলী আহম্মেদ মিয়াজী, আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।