চাঁদপুরে উপ-সচিব আবদুল হাইকে এফএসি’র শুভেচ্ছা


স্টাফ রিপোর্টার :
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাইকে শুভেচ্ছা জানিয়েছে ফ্রিল্যান্সার এসোসিয়শেন অব চাঁদপুরের (এফএসি) সদস্যরা। গতকাল মঙ্গলবার তিনি কক্সবাজার থেকে ঢাকা হয়ে চাঁদপুর লঞ্চঘাটে আসলে এই শুভেচ্ছা জানানো হয়।
গত দু’মাস তিনি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ‘রোহিঙ্গাদের ত্রাণ, পূনর্বাসন ও প্রত্যাবাসন কার্যক্রমের’ মনিটরিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি বিভাগে বদলি হয়েছেন।
শুভেচ্ছা প্রদানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহাদুল ইসলাম, সহ-সভাপতি দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান শুভ, অর্থ সম্পাদক নকিব চৌধুরী, রায়হানুর রহমান শাওন, আবদুল কাদের, মহিল বিষয়ক সম্পাদিকা সানজিদা নাসরিন রুপাই, আসমা তালুকদার, সিনথিয়া আক্তার, জুবায়ের রাব্বি প্রমুখ।
উল্লেখ্য, মোহাম্মদ আবদুল হাই ২০১৬ সালের ২০ মার্চ অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরে যোগ দেন। তিনি রাজস্ব, শিক্ষা ও আইসিটি বিভাগের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় তার সরব উপস্থিতি জানান দেন। সমাজের নানা স্তরের মানুষ শুধু সোশ্যাল মিডিয়ায় সমস্যা তুলে ধরে সমাধান পেয়েছেন। তাই তিনি অনেকটা জনপ্রিয় অফিসার হিসেবে সবার মনে স্থান করে নেন। তার বড় সাফল্য ছিলো তিনি তরুণ সমাজকে নানা কাজে সম্পৃক্ত করে সফলতা পেয়েছেন। তিনি তার কাজের স্বীকৃতিস্বরূপ সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে পদোন্নতি পান এবং জনপ্রশাসন পদকে ভূষিত হন।