স্টাফ রিপোর্টার
‘আট পেরিয়ে নয়ে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।
এশিয়ান টিভি চাঁদপুুুরের প্রতিনিধি খুরশিদ আলমের সভাপতিত্বে এবং চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, এশিয়ান টেলিভিশন সবার মন কেড়ে নিয়েছে কারণ স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এশিয়ান টিভি এগিয়ে রয়েছে। নামের সাথে কাজেও যেন এশিয়ার সব খবর এশিয়ন টিভি প্রচার করা হয়। জনদুর্ভোগ সমস্যাজনিত নিউজগুলো বেশি বেশি প্রচার করায় আমাদের পেশাগত কাজ করতে অনেক সুবিধা হয়। এশিয়ান টিভি বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল পাটোয়ারী, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি আল ইমরান শোভন, ৭১ টিভি চাঁদপুর প্রতিনিধি কাদের পলাশ, ডিবিসি টেলিভিশন চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের, এশিয়ান টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি শাহরিয়ার খান কৌশিক।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ এরশাদ খান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাঁদপুর জেলা সভাপতি গাজী রহমতউল্লাহ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান খান, শেখ হারুনুর রশিদ, নয়ন মোল্লাসহ এশিয়ান টেলিভিশনের চাঁদপুরের অন্যান্য প্রতিনিধিসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কেক কাটা ও আলোচনা সভা শেষে সকল অতিথিদের নিয়ে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে প্রেসক্লাব প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয়।
২০ জানুয়ারি, ২০২১।