স্টাফ রিপোর্টার
মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল ও রেজি.বিহীন ঔষধ উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে চাঁদপুরে ব্যবসায়ীদের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএস জেলা শাখার আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মৌসুমী আক্তার।
তিনি তার বক্তব্যে বলেন, সব নিয়মকানুন মেনে ড্রাগ লাইসেন্স দেয়া হয়। প্রতিদিনই কোন না কোন ঔষধ দোকানে মেয়াদোত্তীর্ণ হচ্ছে। তা আপনারা যাচাই-বাছাই করে একটি পাত্রে বা নির্দিষ্ট স্থানে রাখবেন। মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরত নিতে কোম্পানী বাধ্য। মেয়াদোত্তীর্ণ ঔষধ কোম্পানী ফেরত না নিলে আপনারা আমাদের জানাবেন।
তিনি আরো বলেন, আপনারা ঔষধ ক্রয়-বিক্রয়ের জন্যে দোকানে রেজিস্ট্রার ব্যবহার করবেন। বেশি লাভের আশায় আপনারা ড্রাগের লাইসেন্স নেই এমন ঔষধ বিক্রি করবেন না। প্রেসক্রিপশন ছাড়া কোন এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করবেন না।
বিসিডিএস জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার আরএসএম ফোরাম ফার্মাসিউটিক্যালস সভাপতি অনুপ কুমার দাস, সাধারণ সম্পাদক রবিউল হাসান।
বিসিডিএস জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ সাহার পরিচালনায় বক্তব্য রাখেন বিসিডিএস জেলা শাখার সহ-সভাপতি সহ-সভাপতি মো. হুমায়ন কবির খান, সদস্য নিহান হোসেন মজুমদার, সংগঠনের হাজীগঞ্জ শাখার সভাপতি সোলায়মান মজুমদার, মতলব শাখার সভাপতি শামছুল আলম প্রধানিয়া প্রমুখ।
১১ জুলাই, ২০১৯।