স্টাফ রিপোর্টার
‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সরাদেশের মতো চাঁদপুরেও জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, বিসিক চাঁদপুরের ব্যবস্থাপক মো. দেলওয়ার হোসেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অলিদুজ্জামানের পরিচালনায় দিবসটি উপলক্ষে ভিডিও ডকুমেন্টরি উপস্থাপন করেন সিনিয়র বৈজ্ঞানিক মৎস্য গবেষণা কর্মকর্তা ফ্লোরা।
বক্তারা বলেন, বেশি লাভের আশায় আজ পেঁয়াজের বাজার অস্থিতিশীল। সাধারণ মানুষের ভোগান্তির কথা সব সময় চিন্তা করতে হবে। চাহিদা অনুযায়ী আমাদের পেঁয়াজের চাহিদা ৫ লাখ মেট্রিক টন। উৎপাদন বাড়াতে হলে আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। চাঁদপুর উৎপাদনশীলতায় ব্যাপক পরিবর্তন হবে। এটা প্রত্যাশা করছি।
০৩ অক্টোবর, ২০১৯।