ইলশেপাড় রিপোর্ট
চাঁদপুরে তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। গত দুই দিনে শহরের অভ্যন্তরে এবং পুরাণবাজার এলাকায় দিনে ও রাতে ব্যাপকভাবে গ্যাস সঙ্কটে বিপাকে পড়ছে গ্রাহকরা। ফলে শহরের বাসা-বাড়িতে রান্নাবান্নার কাজ ব্যাহত হয়ে পরে। এমন পরিস্থিতিতে গৃহিনীরাও পারিবারিক নিত্য খাবার যোগানে ভোগান্তির শিকার হচ্ছে। এসব আবাসিক গ্রাহকরা সমস্যা সমাধানে চাঁদপুরে গ্যাস বিপনন প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাসে যোগাযোগ করলেও তেমন আশার আলো পায়নি সংশ্লিষ্টদের কাছ থেকে।
এদিকে বাখরাবাদ গ্যাসের চাঁদপুরের ম্যানেজার মহিবুর রহমান রতন ইল্শেপাড়কে জানান, জাতীয় গ্রীডে গ্যাস উৎপাদন কম থাকায় এমন সঙ্কট দেখা দিয়েছে। তবে এ সঙ্কট শুধু চাঁদপুরে নয় দেশব্যাপী বলে তিনি জানান। এই কর্মকর্তার মতে রাজধানী ঢাকায় গ্যাস সঙ্কট আরো ভয়াবহ। তার তুলনায় চাঁদপুরে কেবলমাত্র একটি সময়ে এ সঙ্কট দেখা দেয়।
তিনি বলেন, সকাল ৮টা হতে বেলা ২টা পর্যন্ত গ্রাহক পর্যায়ে পিক আওয়ার। এই সময়ে আবাসিক গ্যাসের চাহিদা বেশি থাকে। তখনই সমস্যাটি দেখা দেয়। কারণ আবাসিক সব গ্রাহকের গ্যাসের চাহিদা থাকে এই সময়ে।
কি কারণে এই সমস্যা- জানতে চাইলে মহিবুর রহমান ইল্শেপাড়কে জানান, শীতকালে জাতীয় গ্রীডে স্বাভাবিক নিয়মে গ্যাস উৎপাদন কম থাকে। ফলে চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ করা সম্ভব না হওয়ায় সাময়িক সঙ্কট দেখা দেয়। তবে চাহিদাভিত্তিক উৎপাদন অব্যাহত থাকলে সঙ্কট থাকবে না বলেও তিনি দাবি করেন।
এদিকে গ্রাহকরা দাবি করছে যদি এই সমস্যার দ্রুত সমাধান করা না হয় তাহলে রান্নার মাধ্যমে দৈনন্দিন খাবার তৈরিতে হিমশিম খেতে হবে। বিপরীতে বিকল্প হিসেবে আবার সিলিন্ডার (এলপি) গ্যাসের ব্যবস্থা করতে হবে। এতে করে অতিরিক্ত খরচ বহন করতে হবে। কয়েক দফা আবাসিক গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। যার ফলে এমনিই তারা বিপাকে রয়েছে। তারপর যদি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় তা হলে যারা স্বল্প আয়ের মানুষ তাদের ভোগান্তির শেষ থাকবে না।
গ্রাহকের দাবির প্রেক্ষিতে বাখরাবাদ গ্যাসের ম্যানেজার মহিবুর রহমান কাছে কত সময় কিংবা ক’দিন গ্যাসের সঙ্কট থাকবে জানতে চাইলে তিনি কোন সন্তোষজনক উত্তর নেই বলে জানান। কারণ হিসেবে তার দাবি জাতীয় গ্রীডে উৎপাদন স্বাভাবিক হলেই কেবল সমস্যার সমাধান হবে। আর জাতীয় গ্রীডের উৎপাদনের চাহিদার সাথে বিতরণের সম্পর্ক জড়িত। তাই উৎপাদন বৃদ্ধিই কেবল সমাধান বলে তিনি অভিমত দেন।
অপরদিকে পূর্ব ঘোষণা না থাকায় চাঁদপুরের আবাসিক গ্রাহকদের ভোগান্তি বেশি বলে তারা দাবি করেছেন। তবে তারা দাবি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করে গ্রাহকদের চাহিদার বিপরীতে সরবরাহ যেন অব্যাহত রাখে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে তীব্র গ্যাস সঙ্কট