চাঁদপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ী ইকবালের মৃত্যু

স্টাফ রিপোর্টার
সম্পত্তিগত বিরোধে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ে যাওয়া চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ইকবাল হোসেন খোকন ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ২৯ মে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে মুদি দোকানদার ইকবাল হোসেন খোকনকে দোকানের ভেতরে রেখে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
ব্যবসায়ী ইকবাল হোসেন খোকনের স্বজনরা জানান, খোকনের চাচাতো বোন রোকেয়া বেগমের খরিদ সম্পত্তি একই বাড়ির রশিদ গং জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করে। ঘরটি তারা ভেঙে ফেলে। এ ঘর ইকবাল হোসেন খোকার নেতৃত্বে ভাঙা হয়েছে বলে রশিদ খান, শহীদুল্লা খান, দেলু খান ও মোরশালিনসহ ক্ষিপ্ত হয়ে খোকাকে মেরে ফেলার জন্য দা, ছেনী নিয়ে যায়। পরে তারা দোকানের ভেতরে খোকনকে রেখে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে ইকবাল হোসেন খোকার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন ও তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত ইকবাল হোসেন খোকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, আগুনের ঘটনায় জড়িত দেলু খান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। সে মাদক মামলায় জেলহাজত খাটে। কিছু দিন সে গাঢাকা দিয়ে থাকার পর পুনরায় এলাকায় চলে আসে এবং জমি দখল করে। এমনকি জমি দখলকে কেন্দ্র করে ইকবাল হোসেন খোকনকে জড়িত সন্দেহে দোকানের ভেতরে রেখে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

০৮ জুন, ২০২১।