মানিক দাস
বিবেকানন্দ যুব সংঘের ৩০ বছর পূর্তি ও বিশ্ব বিবেকানন্দ যুব দিবস উপলক্ষে বিবেকানন্দ যুব সংঘ চাঁদপুর জেলা শাখার আয়োজনে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি বিবেকানন্দ যুব সংঘের চাঁদপুর জেলা শাখার সভাপতি জয়রাম রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি বক্তব্যে বলেন, বিবেকানন্দ যুব সংঘ এমন একটি সংগঠন, যা আজ ৩০ বছরে পদার্পণ করলো। এটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তারা সামাজিক কর্মকা- পরিচালনা করার কারণে প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, প্রতিষ্ঠাকাল থেকে যারা বিবেকানন্দ যুব সংঘের সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই। এ সংগঠনটি রক্তদান কর্মসূচি পালন করে মুমূর্ষ মানুষদের পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছে। শুধু তাই অসহায় ও দুঃস্থদের শীত বস্ত্র দিয়ে সামাজিক কর্মকা- করে যাচ্ছে। বিবেকানন্দ সংগঠনের মাধ্যমে বাঙালি সংস্কৃতির সাথেও প্রজন্মকে সম্পৃক্ত করে। আমরা সংস্কৃতি ও কৃষ্টির সাথে আমাদের প্রজন্মকে সম্পৃক্ত করায় তারা আগামিতে এদেশ পরিচালনায় ভূমিকা রাখবে। তারাই একদিন এদেশের নেতৃতৃদানে লিডারশীপ গড়ার কাজ করছে। বিবেকানন্দের সেই অমর বাণী ‘জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর।’ সংগঠনটি বিবেকানন্দের বাণীকে স্মরণ করে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা যেমনি আইন-শৃঙ্খলা নিয়ে কাজ করি তেমনি বিবেকানন্দ সামাজিকভাবে কাজ করে। আমরা যেমন মাদক ও জঙ্গিবাদ নিয়ে কাজ করি তেমনি বিবেকানন্দ যুব সমাজ যেন মাদক নিয়ে কাজ করে। আপনারা মাদকসেবীদের প্রতিহত করবেন। এইসব বিপদগামী যুবকদের পুনর্বাসিত করে মাদক মরণ ছোবল থেকে সামাজিক জীব হিসেবে তাদেরও সামাজিক ও দৈনিন্দিন জীবনে ফিরিয়ে আনবেন।
এ সময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিবেকানন্দের যুব সংঘের চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা অজিত সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রণজিত রায় চৌধুরী, বিবেকানন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক নির্মল পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। উদ্বোধক ছিলেন মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ব্যবসায়ী পরেশ চন্দ্র মালাকার, ইঞ্জিনিয়ার স্বপন কুমার সাহা, সভাপতিত্ব করেন বিবেকানন্দ যুব সংঘের সহ-সভাপতি দুলাল গোস্বামী। স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ যুব সংঘের বর্তমান সাধারণ সম্পাদক পলাশ মজুমদার প্রমুখ।
শিশু কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কৃষ্ণা সাহা, তাহমিনা হারুন, এসকে সুদীপ তন্ময়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
