সব জায়গায় নজরদারি চলছে
…অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া
এস এম সোহেল
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে বর্ধিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, সমন্বয়কারীদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগ ঢুকে পড়েছে। তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। সমন্বয়করা বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নিচ্ছে। বিএনপি চাঁদাবাজিতে নেই। কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তার নিস্তার নেই। হাইকমান্ড থেকে তৃণমূল সব জায়গায় নজরদারি চলছে। বিএনপি জনগণের দল। শিক্ষকরা অনেকে ফ্যাসিস্টদের সাথে জড়িয়েছিলেন। এখন বিরত হন, সঠিক পথে চলে আসুন।
তিনি আরো বলেন, বসুন্ধরা গ্রুপ কিংস গ্রুপকে অর্থ দিয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীরা বই পাচ্ছে না, এজন্য দায়ী সমন্বয়করা। একজন সমন্বয় ৪০০ কোটি টাকা চাঁদাবাজি করেছে। দেশে এখন গভীর ষড়যন্ত্র চলছে।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, এখানে উপস্থিত শিক্ষকরা হচ্ছেন জাতির কারিগর। আপনারা সবাই কোন না কোন স্কুল-কলেজের সাথে জড়িত ছিলেন। ফ্যাসীবাদের আন্দোলনে যে শিক্ষা ধংস হয়েছে, সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। চাঁদপুর জেলার যে কোন স্থানে শিক্ষকদের প্রয়োজন আমাকে পাশে পাবেন।
অধ্যাপক সাইফুল ইসলাম খানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রিয় কমিটির মহাসচিব জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য ফাতেমা খানম হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি শুক্কুর পাটোয়ারী, ডা. শামীম আহমেদ, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নুরুল আলম বুলু, আজিজ ফারুক বাবু, চাঁদপুর জেলা শাখার যুগ্ম-সম্পাদক অধ্যাপক শাহ আলম, চাঁদপুর সদর শাখার সভাপতি মো. সাইফুল্লাহ, শাহজাহান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবিএম শাহ আলম টিপু, শিক্ষক মকবুল হোসেন, শাহরাস্তি উপজেলার অধ্যাপক বেলাল হোসেন, আবু সাঈদ, হাজীগঞ্জ উপজেলার ইউনুস মিয়া, বিল্লাল হোসেন, মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জের উপজেলার আলী আহমেদ, শাহজাহান মাস্টার, জসিম উদ্দিন, মতলবের জাহাঙ্গীর হোসেন, কচুয়ার অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ।
১৬ মার্চ, ২০২৫।