স্টাফ রিপোর্টার
কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চিত্রাংকন উপ-পরিষদের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)।
বক্তব্যে তিনি বলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তোমরা তোমাদের মনের ভাব আবেগ ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করো। আজ সকালে তোমাদের এ প্রাণবন্ত উপস্থিতি আমাকে অবিভূত করেছে। প্রধানমন্ত্রী প্রায়শই বলে থাকেন শিশুরাই জাতির ভবিষ্যত। তোমাদের মধ্য থেকে আগামিতে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী গড়ে ওঠবে। তোমরাই আগামিতে দেশের সমাজের নেতৃত্ব দিবে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) মো. হারুনুর রশিদ, সিপিআই ইন্সপেক্টর আব্দুর রব, জেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ডা. কেএম মিজানুর রহমান, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সভাপতি ডা. এস এম সহিদ উল্যাহ, সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম আলম খোকন, সহ-সভাপতি কাজী শাহাদাত, জেলা কমিটির সদস্য রওশন আক্তার, রেকেবা সুলতানা বকুল, শিপ্রা মজুমদার প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালাউদ্দিন মো. জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর কমিটির সভাপতি শেখ বাবুল, সাধারণ সম্পাদক জামাল হোসেন, প্রচার সম্পাদক অভিজিত রায় প্রমুখ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে আগামি ২৬ অক্টোবর সকাল ১১টায় পুরস্কার বিতরণ করা হবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা