মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৯ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ৬ষ্ঠ শ্রেণির নবীনবরণ শেষে বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শারমিন আক্তার।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ বেনজির আহমেদ মুন্সির সভাপতিত্বে ও শিক্ষক আবদুল হক খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান, বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা আলহাজ মো. অলি উল্লাহ সরকার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার বিএসসি, আয়েত আলী প্রধান, শাহিন ভূইঁয়া, আবুল কালাম, শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীরা। আলোচনা শেষে বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক মাও. কবির হোসেন মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন।
