স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা, অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল ১১টায় শহরের ছায়াবানী মোড় এলাকায় জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য নাজমুল হোসেন পাটওয়ারী, হারুনুর রশিদ নিলু, কাওসার আহমেদ সোহাগ, রিপন ভদ্র, নাসির পাটওয়ারী, জাহিদুল ইসলাম রনি, শহর যুবলীগের সদস্য জাহাঙ্গীর খন্দকার, সাবেক যুবনেতা ফজলু মিঝি, মতলব দক্ষিন পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সাবেক ছাত্রনেতা অ্যাড. খালেদ মোশাররফ, সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শেখ মহসিন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব পাটওয়ারী, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুবলীগ নেতা আবুল কালাম বকাউল প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে গরিব-অসহায় পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
১৭ আগস্ট, ২০২১।