জেল হত্যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন : মনোনায়ন প্রত্যাশী আলহাজ রেদওয়ান খান বোরহান

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ মো. রেদওয়ান খান বোরহানের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চাঁদপুর সিটি নিউন গ্রুফ কার্যালয়ে ও দলীয় মৎস্যজীবী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তিনি সভার আয়োজন করেন।
জাতীয় জেল হত্যা দিবসে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. নাজমুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও জেলা যুব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজিবুর রহমান মাইজার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনোনায়ন প্রত্যাশী আলহাজ মো. রেদওয়ান খান বোরহান।
তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় চার নেতা হত্যা দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের খুনিদের দেশে এনে ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যকর হয়েছে এবং বাকি খুনিদের দেশে এনে ফাঁিস কার্যকর করতে হবে। তেমনি জাতীয় চার নেতা হত্যায় খুনিদের বিচার বাংলার মাটিতে কার্যকর করলে জাতি কলঙ্কমুক্ত হবে। তিনি আরো বলেন, আমাদের দু’জাহানের বাদশা নবী হযরত মোহাম্মদ (স.) এর চার খলিফা ছিল। তারা সর্বক্ষণ বুদ্ধি পরামর্শ দিয়ে নবীজীকে ছায়ার মতো পাশে থাকতেন। তেমনি জাতীয় চার নেতা বঙ্গবন্ধকে বুদ্ধি পরামর্শ দিয়ে ছায়ার মতো পাশে থাকতেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান প্রতি মুহূর্তে নবীজীর (সঃ) আদর্শ অনুসরণ করে রাজনীতি করতেন। এতে বুঝা যায় বঙ্গবন্ধু সত্যিকারে একজন প্রকৃত মোমিন ও ঈমানদার ছিলেন।
এসময় আরো বক্তব্য দেন হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিন মাস্টার, জেলা তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুজ্জামান পাটওয়ারী, সহ-সভাপতি আজিজুর রহমান ভূট্টো প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সদস্য সৈয়দ রোকসান বেগম, জেলা যুব স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজা, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সি. সহ সভাপতি মিজান খান, হাইমচর মৎস্যজীবী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জল, চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া বিয়ষক সম্পাদক ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, জেলা যুব স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজু বরকন্দাজ, প্রচার সম্পাদক মো. কবির খান, সদর উপজেলার যুব সেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাশেদ, সদস্য ফরিদ ছৈয়াল, সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের মৎসজীবিলীগ নেতা জাকির হোসেন খান, আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাকিম গাজী প্রমুখ।