স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি (চার্টার ভাইস-প্রেসিডেন্ট), প্রথিতযশা চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান পিপি আলহাজ ডা. এমএ গফুরের রুহের মাগফেরাত কামনায় গত শুক্রবার সন্ধ্যা ৭টায় রোটারী ভবনে পবিত্র কোরানখানি, মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।
পরে ক্লাব সভাপতি রোটারিয়ান শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেলের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি কাজী শাহাদাত, রোটারিয়ান পিপি অধ্যাপক জাকির হোসেন, রোটারিয়ান পিপি অধ্যাপক গোলাম মোস্তফা, রোটারিয়ান পিপি এবিএম নজরুল আমিন চৌধুরী সাজু, রোটারিয়ান পিপি আলহাজ হাফিজ মিয়া। সবাই মরহুমের বর্ণিল কর্মজীবনের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি প্রফেসর গোলাম মোস্তফা, সহ-সভাপতি রোটারিয়ান নাসির উদ্দিন খান ও রোটারিয়ান সূর্য কুমার নাথ, সেক্রেটারী রোটারিয়ান অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, যুগ্ম-সম্পাদক রোটারিয়ান অ্যাড. নজরুল ইসলাম ও রোটারিয়ান পলাশ মজুমদার, ট্রেজারার রোটারিয়ান উজ্জ্বল হোসাইন, ডিরেক্টর রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, রোটারিয়ান মো. রফিকুল ইসলাম, রোটারিয়ান হিরেন্দ্র দেবনাথ, রোটারিয়ান অ্যাড. শাহাদাত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ও ভাষাসৈনিক রোটারিয়ান আলহাজ ডা. এম এ গফুর গত শুক্রবার ভোর ৫টায় ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৭ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে যান। বাদ জুমা পৌর ঈদগায় জানাজা শেষে বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা কবরস্থানে স্ত্রীর পাশে তাঁকে সমাহিত করা হয়।
২৫ আগস্ট, ২০১৯।