তালতলী পল্লী সমাজের উদ্যোগে মতলব উত্তরে তালের চারা রোপণ

Exif_JPEG_420

মনিরুল ইসলাম মনির :
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী পল্লী সমাজের উদ্যোগে ঘনিয়ারপাড় নতুন মাটির রাস্তার পাশ দিয়ে বজ্র নিরোধক তালের চারা রোপণ অভিযান অনুষ্ঠিত হয়। তালের চারা রোপণ অভিযানের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, আমাদের দেশ থেকে তাল গাছ ক্রমশই হারিয়ে যাচ্ছে। কারণে অকারণে মানুষ তালগাছ কেটে ফেলছে। তালগাছ প্রকৃতি ও মানুষের পরম বন্ধু। আগে বজ্রপাতে মানুষ বেশি মারা যেত না। কারণ তখন বাড়ির আশপাশে, মাঠে, রাস্তায় প্রচুর তালগাছ ছিল। এখন বজ্রপাতে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এই তালগাছ বজ্রপাত প্রতিরোধ করে। তাল গাছ থেকে সুস্বাদু রস, গুড়, পাকা তালের রস, তাল পাখার উপকরণ এবং তাল গাছ থেকে ঘরের আড়া তৈরি করা যায়। এক কথায় তাল গাছের সবকিছু ব্যবহার করা হয়। এছাড়াও রাস্তায় তালগাছ থাকলে ছায়া থাকে। তালগাছ বেশি যায়গা নষ্ট করে না এবং ফসলের কোনো ক্ষতিও হয় না।
এসময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সরকার, নারী কাউন্সিলর মিল্লাতুন নেছা মিলি, তালতলী পল্লী সমাজের সভাপ্রধান ফাতেমা বেগমসহ আরো অনেকে। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির (সিইপি) অফিসার আশিস কুমার বাইন।