চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা দিনভর বাগাদী ইউনিয়নে গণসংযোগ করেছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
এসময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বই প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী, প্রজাপতি প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা বাগাদী ইউনিয়নের ঢালী ঘাট, বাগাদী গণি স্কুল এলাকা, বাগাদী চৌরাস্তা, ব্রাহ্মন সাখুয়া, নানুপুর, পশ্চিম সেকদী, সাহেব বাজার, রামচন্দ্রপুর ও গাছতলা এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন।
দুপুরে বাগাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পশ্চিম সকদী উঠান বৈঠকে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মান্নান মিয়াজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইব্রাহিম খলিল লিটনের পরিচালনায় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বই প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী, প্রজাপতি প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ ফারুক আহমেদ কাকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান কবির, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু, ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি মো. নাছির, সাবেক সভাপতি নূরে আলম রিপন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুকবুল মিয়াজী, জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক ইউসুফ আলী মাঝি, পৌর যুবলীগের সদস্য সীপন পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সাইয়্যেদুল ইসলাম, হানারচর শাহাদাত হাওলাদার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাগাদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুদ গাজী, মৈশাদী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির উদ্দিন বিদ্যুৎসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।