নারায়ণপুর ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মতলব দক্ষিণ ব্যুরো
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণপুর ডিগ্রি কলেজে গতকাল শনিবার আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুক্তার আহাম্মদের পরিচালনায় মুক্তিযোদ্ধা যুদ্ধকলীন স্মৃতি নিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. শাখাওয়াত হোসেন (আলাউদ্দিন পাটোয়ারী)।
বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, প্রভাষক দুলাল পোদ্দার, একাদশ শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তার মুক্তা।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান, গীতা পাঠ করেন কাজল রানী সরকার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবী ও দেশের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মো. আব্দুল হক।