প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে
মেহেদী হাসান সরকার
মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কলাদী রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ কাজ ৭৬ লাখ ৭৭ হাজার ৩শ’ ৪৭ টাকা ব্যায়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পৌর এলাকার সত্তর মাস্টার মোড় সড়ক ও জনপথ রাস্তা হতে পূর্ব কলাদী জামে মসজিদ পর্যন্ত গাইড ওয়ালটির নির্মাণ কাজটির গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মতলব পৌরসভা কর্তৃক বাস্তবায়ন করা হয়েছে। রাস্তাটি দীর্ঘদিন জরাজীর্ণ থাকার পর মতলব পৌরসভা এ রাস্তাটি মেরামত করার উদ্যোগ গ্রহণ করেন। ফলে এ এলাকার হাজার হাজার জনসাধারণের চলাচল ও যানবাহণের পথ সুগম হয়েছে।
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন জানান, মতলব পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে পৌর এলাকার অবহেলিত সকল রাস্তার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যে মতলব বাজার থেকে ওয়াপদা পর্যন্ত প্রধান রাস্তার মেরামত কাজ শুরু করা হবে। এ জন্য পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।