ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার্থে মিছিল


ফরিদগঞ্জ ব্যুরো
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে গত শুক্রবার বাদজুমা পৌর মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল বের করা হয়।
পৌর বাসস্ট্যান্ডে পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লিরা জড়ো হয়ে বিশাল মিছিলটি পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিভিন্ন শ্লোগান নিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় মেয়রসহ বিভিন্ন মসজিদের খতিবরা বক্তব্য রাখেন।