ফরিদগঞ্জ ব্যুরো
গত মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ উপজেলার চররামপুর গ্রামের মিজি বাড়ির ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেকের বসতঘরে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকা-ে খালেকের ঘরে থাকা গরু বিক্রির টাকা ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত খালেক জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বিদ্যুতের মিটার থেকে সর্ট-সার্কিটের সৃষ্ট আগুনে মুহূর্তের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই সময় খালেক বাড়ির বাইরে থাকায় ঘর থেকে কোন কিছু রক্ষা করতে পারেনি। আগুনে তার, ঘরে থাকা (দেনা পরিশোধের জন্য) গরু বিক্রির টাকা, মওজুদকৃত সুপারী, ধান, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকা-ে তার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
৩০ জুন, ২০১৯।