ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ ব্যুরো
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে গতকাল বুধবার ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎস্য অফিস।
উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী তার লিখিত বক্তব্যে বলেন, মৎস্য উৎপাদনে ফরিদগঞ্জ জেলার শীর্ষে অবস্থান করছে। এই উৎপাদনকে বৃদ্ধি করার লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
তিনি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি আজ থেকে শুরু হলো। বৃহস্পতিবার মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। এছাড়া মৎস্য সম্পদ বিষয়ে সচেতনতা বৃদ্ধিকল্পে স্কুল-কলেজে সভা, সেরা মৎস্যচাষিদের পুরস্কৃত করা হবে।
সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

১৮ জুলাই, ২০১৯।