মো. মমিন হোসন
ফরিদগঞ্জে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ৮৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ঐ উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত ১০ ধরনের উপকরণের মধ্যে ছিলো- হুইল চেয়ার, ওয়াকার, স্ট্যান্ডি ফ্রেম, কর্ণার চেয়ার, টয়লেট চেয়ার, হিয়ারিং এইড, ট্রাই সাইকেল, সাদা ছড়ি, এলব্রো ক্রাচ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার। উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজের সভাপতিত্বে ও সেবা কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা একেএম লোকমান হেকিমের পরিচালানয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহফুজুল হক।
এসময় উপস্থিত ছিলেন সেবা কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) প্রীতি লাল সাহা, ক্লিনিকাল (ফিজিওথেরাপি) নুসরাত ইয়াছমিন, চাঁদপুর জেলা ডিপিওডি’র পরিচালক মমতাজ উদ্দিন মিলন।