ফরিদগঞ্জে প্রবাসী জহিরের দাফন সম্পন্ন


রুহুল আমিন খান স্বপন
সাউথ আফ্রিকা প্রবাসী ফরিদগঞ্জের যুবক জহির ইসলাম খানের জানাযা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৯টায় দায়চারা ক্যাডেট স্কুল মাঠে শত শত ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন রূপসা বাজার কমিটির সভাপতি মো. ফারুখ খান, স্থাানীয় ইউপি মেম্বার মো. ছলিম উল¬্যা টেলু, সাবেক ইউপি মেম্বার মো. বিল্লাল হোসেন খান।
জানাযায় অংশ নেন গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ খান, দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন শেখ, দায়াচারা ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. মাহফুজ রাব্বানী, ডা. মিজানুর রহমান, সোহাগ খান, সমাজসেবক মো. সুমন খান, মো. আবু তাহের খান, ইয়াছিন খান, নিহতের ছোট ভাই মো. আজাদ খান, আব্দুল আজিজ খান প্রমুখ।
জানা যায়, ৬ বছর ১০ মাস আগে জীবিকার তাগিদে উপজেলার দায়চারা গ্রামের খান বাড়ির মো. আবুল বাসার খানের বড় ছেলে জহিরুল ইসলাম খান সাউথ আফ্রিকা পাড়ি জমান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ভাগ্যের চাকা ঘুরানোর পরিবর্তে লাশ হয়ে দেশে ফিরতে হলো এই যুবককে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, বাবা-মা, ২ ভাই, ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ১৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় সাউথ আফ্রিকা একটি হাসপাতালে জহির মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। তার এই মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

২২ সেপ্টেম্বর, ২০১৯।