ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি আটক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। অপর আসামিও ৬ মাসের সাজাপ্রাপ্ত। গত মঙ্গলবার রাতে উপজেলার সাহেবগঞ্জ ও পূর্ববড়ালি গ্রাম থেকে তাদের আটকের পর গতকাল বুধবার দুপুরে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম জানান, উপজেলার মধ্য সাহেবগঞ্জ গ্রামের মৃত বশির উল্লা ভূঁইয়ার ছেলে করিম উল্লা ওরফে বতু ভূঁইয়াকে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গত বছরের ১৯ আগস্ট জিআর মামলা নং ৫৭/৯৬-এ দোষীসাব্যস্ত করে ২ বছরের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদ-ের রায় প্রদান করেছিলেন।
অপরদিকে, পূর্ববড়ালি গ্রামের আ. রশিদ গাজীর ছেলে শাহীনের বিরুদ্ধে জিআর মামলা নং ১৭৪/২০০৯ এ দোষীসাব্যস্ত করে চলতি বছরের ১৪ এপ্রিল চাঁদপুরের সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৬ মাসের সাজা ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সাজার রায় প্রদান করেন।
আদালতের ঐ রায়ের পর দীর্ঘদিন করিম উল্লা ওরফে বতু ভূঁইয়া ও শাহীন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এএসআই গোলাম রসুল ও এএসআই মমিন তাদের নিজ-নিজ এলাকা থেকে আটক করে।

৪ জুলাই, ২০১৯।