বাগাদী নিজ গাছতলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী নিজ গাছতলা আলহাজ মাও. মো. সালামত উল্ল্যাহ খান (রহ.) ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামায়াত হয়েছে। গত সোমবার পবিত্র ঈদুল আজহার জামাতে ইমামতি এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর মাওলানা একেএম নেয়ামত উল্ল্যা খান।
বাগাদী ঈদগাহ ময়দান কমিটির আয়োজনে ঈদের জামাতে অন্যান্যের মধ্যে অংশ নেন দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন, ঈদগাহ ময়দান কমিটির সভাপতি রোটা. মিজানুর রহমান খান, পীরজাদা বরকত উল্লা খান, পীরজাদা মেহেদী হাসান, পীরজাদা জুনায়েদ উল্যাহ খানসহ স্থানীয় এলাকাবাসী।

১৫ আগস্ট, ২০১৯।