বাগাদীতে সমাজসেবক হাজি জমিদ পাটওয়ারীর মৃত্যু


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণসাখুয়া গ্রামের সমাজসেবক হাজি মো. জমিদ পাটওয়ারী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………..রাজিউন)। তিনি গত শুক্রবার শ্বাঃস কষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডিস্থ একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
গত শুক্রবার বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন নারায়নগঞ্জ খানপুর জামে মসজিদের খতিব মাও. মোখলেছুর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, বাগাদী ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাবর, মাহফুজুর রহমান টুটুল, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকউল্ল্যাহ পাটওয়ারী, সহ-সভাপতি মো. জাকির হোসেন বহরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. কবির ওসমানি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. তাজুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, ইউপি সদস্য মো. মনির হোসেন, মো. তাহের খানসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

৩০ সেপ্টেম্বর, ২০১৯।