ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল রোববার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবায় পশ্চিম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সংসদ সদস্যের নিজ বাড়িতে নেতাকর্মী ও স্থানীয়দের জন্য আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, মাহে রমজানের এই পবিত্র মাসে আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে পরিমত সহিষ্ণু হয়ে কিভাবে নিজের এবং দেশের জন্য কাজ করবো সেটুকু আমরা আমাদের সিয়াম সাধনার মধ্যে থেকে পাই। তাই আসুন আমরা রমজানের এই শেষ ভাগে এসে এই প্রতিজ্ঞা করি আমরা যেন ভাল ভাবে চলতে পারি। জাতির জন্য কিছু করতে পারি। আমাদের মনে রাখতে হবে, এই ফরিদগঞ্জ উপজেলাটা আমাদের। তাই যে যেই অবস্থানেই রয়েছেন না কেন, ফরিদগঞ্জকে সকলে মিলে উন্নয়নের দোড়গোড়ায় নিয়ে যেতে হবে।
ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, সাবেক সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার শহিদ উল্যা তপাদার, ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক, বিআরডিবির চেয়ারম্যান মোতাহার হোসেন, সেক্টর কমা-ার ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ এর উপজেলা শাখার সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শহিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল পাটওয়ারী, দপ্তর সম্পাদক আবদুস সামাদ মিন্টু পাটওয়ারী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি রহিম বাদশা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, সম্পাদক তপন মজুমদার প্রমুখ।
এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে চান্দ্রা দরবার শরীফের পীর হুজ্জাতুল্যা নক্শবন্দি মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন।