বিএনপি নেতাদের ভুলেই নির্বাচনে ভরাডুবি হয়েছে :  অ্যাড. নুরুল আমিন রুহুল

নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ১৯৭০ ও ‘৫৪ সালের মতো গণজোয়ারের প্রতিফলন ঘটেছে। গতকাল বুধবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
রুহুল আরো বলেন, আমাদের নতুন বছরের অঙ্গীকার হবে নির্বাচনের মাধ্যমে আমাদের যে, ভুল-ভ্রান্তি ও সাংগঠনিক দুর্বলতা বুঝতে পেরেছি তা কাটিয়ে উঠা। আমি অবাক হয়েছি যে, বিএনপির মতো একটি বড় দলের সাংগঠনিক কোনো কাঠামো নেই। তারা সাংগঠনিকভাবে যে কতটা দুর্বল এ নির্বাচনের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে। এজন্য বিএনপির হেভিওয়েট প্রার্থীরাও এজেন্ট দিতে পারেননি। নির্বাচনে তাদের ভোটের এমন ফলাফল হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি নেতারা নিজের কেন্দ্রে তার ভোট দিতে যাননি। বিএনপির প্রার্থীরা কোথাও তাদের পোস্টার-ব্যানার লাগাননি। তারা নির্বাচনে পরাজয়ের আগেই হাল ছেড়ে দিয়েছিলেন। বাস্তবে নির্বাচনে অংশ নেয়ার মতো তাদের কোনো প্রস্তুতি ছিল না। তাই এ নির্বাচনে তাদের পরাজয় ছিল অবধারিত। আমরা আশা করি, তারা জনগণের রায়কে অসম্মান করবেন না। কারণ যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাংসদ আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের কাছে শপথ অনুষ্ঠানে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। এ সময় নেতৃবৃন্দ সমস্বরে দু’হাত উঁচু করে শপথ অনুষ্ঠানে যাওয়ার অনুমতি প্রদান করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটুর পরিালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা জাপার সভাপতি আ. কাইয়ুম খানসহ নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগ, ছেংগারচর পৌর আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, পৌর মহিলা আওয়ামী লীগ, ছেংগারচর পৌর কাউন্সিলরবৃন্দ, সাবেক কাউন্সিলরবৃন্দ, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি, উপজেলা ক্রীড়া সংস্থা, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটি, পরিবহন মালিক সমিতি, ছেংগারচর পৌর ওলামা লীগ, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির নেতৃবৃন্দসহ অনেক রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন নুরুল আমিন রুহুল।