জাতীয় পার্টিকে জনগণ ক্ষমতায় দেখতে চায়
…… অধ্যাপক ডা. শহীদুল ইসলাম
কচুয়া ব্যুরো
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম বলেছেন, দেশে হানাহানি ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে গেছে। বর্তমানে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণ খুবই সংকটে রয়েছে। দেশের মানুষ এখন আর ভালো নেই। তাই জনগণ শান্তিযোগ্য বসবাস কিংবা তাদের অধিকার ফিরে পেতে জাতীয় পার্টিকে সরকার হিসেবে ক্ষমতায় দেখতে চায়।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশের স্বর্ণযুগ ছিল দাবি করে বলেন, সেই সময়ে আমি সংসদ থাকাকালীন কচুয়ায় দুইশ’ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করি। তাই পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো একবার আমাকে সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগ দিন।
তিনি শনিবার (২২ অক্টোবর) বিতারা ইউনিয়নের মাঝিগাছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির সদস্য রফিকুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. মাঈন উদ্দিন মাইনুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, সদস্য ঠিকাদার আবুল বাসার প্রমুখ।
বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা সাদেক আখন্দ, উপজেলা যুব সংহতির সদস্য ডা. মাসুদুল ইসলাম প্রধান, জাতীয় পার্টি নেতা মহিউদ্দিন, আব্দুস সোবহানসহ অন্যরা।
এসময় উপজেলা জাতীয় পার্টি নেতাকর্মী ও বিতারা ইউনিয়নের ৬টি ওয়ার্ডের জাতীয় পার্টি নেতাকর্মী কর্মীসভায় উপস্থিত ছিলেন।
২৩ অক্টোবর, ২০২২।