বিষ্ণুপুরে সেলিম হাওলাদারের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম হাওলাদারের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে মুন্সিরহাট বাজারের ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। এর আগে গত ডিসেম্বর মাসে কাজী বাজারে হাসপাতালের সামনে সেলিম হাওলাদারের ব্যানার লাগানো ছিল, দুর্বৃত্তরা সেখান থেকেও ব্যানারও সরিয়ে ফেলেছে। ১৫ থেকে ২০ দিনের মাথায় মুন্সির হাট বাজারের মসজিদের পাশে ব্রিজের সামনে থাকা দোকানের উপরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হাওলাদারের ব্যানার ও পোস্টার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা খুলে নিয়ে যায়।
এ বিষয়ে সেলিম হাওলাদার বলেন, আমার প্রতিটি ব্যানার-পোস্টার ঘামে ভেজা অর্থে কেনা। কোনো লুটপাট-দুর্নীতির টাকায় কেনা নয়। পাশাপাশি এই ব্যানার-পোস্টারগুলো বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাশ্রমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সবাই মিলে রাত জেগে লাগিয়েছেন। ব্যানার ও পোস্টারে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমাদের প্রিয় নেত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু ভাইয়ের ছবি ছিলো।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আমরা শুধু পোস্টার, ব্যানার এবং বিলবোর্ডের সাংস্কৃতির মাধ্যমে পরিচিত হয়নি, আমার পরিচয় গরিব-শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। তাই বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেললেও মানুষের হৃদয় থেকে, মানুষের ভালবাসা থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ্।
১০ জানুয়ারি, ২০২১।