চাঁদপুর জেলা জুয়েলার্স সমিতির অভিষেক অনুষ্ঠানে
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুর ২টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ীদের অভিষেক অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। দেশের ব্যবসায়িক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ১৯৪৭ সালে স্বর্ণ আমদানির একটি আইন ছিলো। ঐ আইনে স্বর্ণ আমদানি করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো। এছাড়া স্বর্ণ বেচা-কেনায় ভোগান্তি পোহাতে হতো ব্যবসায়ীদের। কিন্তু বর্তমান সরকার দেশের স্বর্ণ ব্যবসার অগ্রগতি বাড়াতে স্বর্ণ নীতিমালা করেছে। ইতিমধ্যে কেবিনেট মিটিং সরকার এ ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই তা প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, স্বর্ণ আমদানিতে বর্তমান সরকার যে সহায়তা প্রদান করছে বিগত দিনে তা কোন সরকার করেনি। আপনাদের কাছে কি পরিমাণ স্বর্ণ মজুদ আছে তা প্রকাশ করতে হবে এবং মজুদ স্বর্ণের ট্যাক্স দিতে হবে। তাহলেই মজুদ স্বর্ণ বৈধ হবে। পদ্ধতিগত ক্রুটির কারণে অনেক সময় স্বর্ণ ব্যবসায়ীরা বিপদে পরে। সরকার যে স্বর্ণ ব্যবসায় নীতিমালা করেছে এতে স্বর্ণ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এ দাবি এ সরকার পূরণ করেছে।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই’র পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা বলেন, স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের ৪৬ বছরে কোন নীতিমালা হয়নি। বর্তমান কমিটির প্রস্তাবে সরকার স্বর্ণ ব্যবসা নীতিমালা প্রণয়ন করেছে। ব্যবসায়ীদের ২টি জিনিস খেয়াল করতে হবে। এক গুণগত মান ও দুই নীতিমালা। দীর্ঘ প্রতিক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণ ব্যবসায়ীদের দাবি মেনে নিয়েছেন। অবশেষে স্বর্ণ ব্যবসায়ী নীতিমালা কেবিনেটে পাস হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততোদিন শেখ মুজিবের নাম থাকবে। আর দেশের স্বর্ণ ব্যবসায়ীরা যতদিন থাকবে ততোদিন শেখ হাসিনার নাম মনে রাখবে। জুয়েলারি সমিতি শুধু নামে সীমাবদ্ধ নয়, ভোক্তার অধিকারে মনোনিবেশ করতে হবে। ক্রেতাকে ঠকানো যাবে না।
অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা জুয়েলার্স সমিতির সভাপতি মো. মোস্তফা ফুল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী।
সমিতির পক্ষে বক্তব্য রাখেন জেলা জুয়েলার্স সমিতির সহ-সভাপতি জয়রাম রায়, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কচুয়া উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি গোপাল পোদ্দার, ফরিদগঞ্জ উপজেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক লিটন কুমার দাস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাও. মো. শহিদুল্লাহ ও গীতা পাঠ করেন অজিত সরকার। সব শেষে মধ্যান্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভিসিক্ত হলেন- সভাপতি মো. মোস্তফা ফুল মিয়া, সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সহ-সভাপতি মানিক জমাদার, জয়রাম রায়, মো. ফারুক স্বর্নকার, সহ-সাধারণ সম্পাদক অজিত সরকার, সাংগঠনিক সস্পাদক মো. নজির আহমেদ, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ দেব, কার্যকরী সদস্য সুবল সরকার ও খোকন কর্মকার।
এর আগে অতিথিরা বেলা পৌনে ১টায় হেলিকপ্টার যোগে চাঁদপুর স্টেডিয়ামে এসে নামেন। এসময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও জেলা জুয়েলার্স সমিতি নেতৃবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানায়।