মতলব উত্তরে আহসান গ্রুপ ও ইসহাক ফাউন্ডেশনের কম্বল বিতরণ

দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সহযোগিতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে

———- আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল

মতলব উত্তর ব্যুরো
দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আহসান গ্রুপ ও ইসহাক ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মাঝে দেড় সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।
গত শুক্রবার বিকেলে উপজেলার লতুরদী ইসহাকিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে গরিব, অসহায় ও দুঃস্থ শীতার্তদের জন্যে কম্বল প্রদান করা হয়। আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএসএম কামরুল আহসান সিআইপির সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী মাসুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
এ সময় রুহুল আমিন রুহুল বলেন, অতিদরিদ্ররা ভালো থাকুক, এটিই আহসান গ্রুপের কামনা। সে লক্ষ্যেই আহসান গ্রুপ কাজ করে যাচ্ছে। এছাড়া দরিদ্রদের সহযোগিতায় এ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ উপজেলায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এর মাধ্যমে যেমনি ভাবে দরিদ্ররা উপকৃত হচ্ছে, তেমনি ভবিষ্যতেও তারা উপকৃত হবে। একই সাথে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এসব সহযোগিতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে তিনি জানান।
শীত এলে গরিব মানুষের কষ্ট বেড়ে যায়, তাদের আর্থ সামাজিক কারনে প্রয়োজনীয় পোষাক কিনতে না পারার কারণে তাদের কষ্ট বাড়ে। এই অসহায় শীতার্ত মানুষের শীতের কষ্ট নিবারণের জন্য বিত্তবানদের দাঁড়ানোর আহবান জানান নুরুল আমিন রুহুল।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, আওয়ামী লীগ নেতা সৈয়দ হোসেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বোরহান উদ্দিন ডালিম, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সাবেক ভিপি ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, অ্যাড. সেলিম মিয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ সরকার, কলাকান্দা ইউপির সাবেক সদস্য আলহাজ জহিরুল ইসলাম মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মোল্লা, সমাজসেবক আরেফিন খান, যুবলীগ নেতা শাহ আলমসহ আরো অনেকে।