মতলব উত্তরে ইঁদুর নিধন কর্মসূচি উদ্বোধন

মতলব উত্তর ব্যুরো
‘আসুন সম্পদ ও ফসল রক্ষায়-সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি’ এ প্রতিপাদ্য নিয়ে মতলব উত্তরে গতকাল বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানসহ সাংবাদিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা।