মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে স্নেহাশিষ দাশ যোগদান করেছেন। তিনি ৩০তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন। চাকরি জীবনে তিনি ইউএনও হিসেবে কুমিল্লার জেলার চান্দিনা উপজেলায় দায়িত্ব পালন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিষ দাশ মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সহনশীল রাখতে কাজ করবেন বলে জানিয়েছেন। আর এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
স্নেহাশিষ দাশ চট্টগ্রাম জেলার বাসিন্দা। তিনি মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
২০ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে ইউএনও হিসেবে স্নেহাশিষ দাশের যোগদান