আক্রান্তদের অধিকাংশই শিশু
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে তীব্র শীত পড়ায় ঠান্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও সর্দি-জ্বরসহ বিভিন্ন প্রকার রোগ দেখা দিয়েছে। এতে শিশুসহ নানা বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন। গত দুই সপ্তাহে এসব রোগে আক্রান্ত শতাধিক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, শীতের কারণে উপজেলায় বিভিন্ন রোগ দেখা দিয়েছে। বিশেষত ঠান্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও সর্দি-জ্বরে আক্রান্তের সংখ্যা বেশি। এসব রোগে আক্রান্ত হয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও গ্রাম্য চিকিৎসকের কাছে প্রতিনিয়ত অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু, প্রসূতি ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। গত ১৫ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত প্রায় ৩শ’ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলার জাহানারা বেগম বলেন, তার দুই বছরের শিশুকন্যা রাজিয়া সুলতানা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। এখন তার মেয়ে সুস্থ।
আনোয়ার হোসেন বলেন, দুইদিন আগে তার দুই বছরের শিশুকন্যা ডায়রিয়াসহ সর্দিতে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এখন সে অনেকটাই সুস্থ। আলী হোসেন বলেন, তার ৪ বছরের ছেলে আহসান ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হয়ে গত চারদিন থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন প্রায় সুস্থ হয়ে গেছে বিকেল নাগাদ বাড়ি নিয়ে যেতে পারবো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. আল-আমিন বলেন, বর্তমানে যেসব রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন তাদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বর-সর্দিতে আক্রান্ত শিশুদের সংখ্যা বেশি। তবে বৃদ্ধ-বৃদ্ধারা শ্বাসকষ্ট, এজমা, হাঁপানি ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। গড়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন শীতজনিত রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।
শিশু বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেন বলেন, শীতে শিশুরাই বেশি অসুস্থ হয়ে থাকে। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। অসুস্থ্যবোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার সাহা বলেন, শীতের কারণে এসব রোগ দেখা দিয়েছে। প্রতি বছর এ সময় এসব রোগ দেখা দেয়। গত ১৫ দিনে এ স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। এদের যথাযথভাবে চিকিৎসা সেবাসহ সুস্থ করে তুলতে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।