মতলব উত্তরে নিয়ম রক্ষার নির্বাচন সম্পন্ন


মনিরুল ইসলাম মনির
কম ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলায় নিয়ম রক্ষার নির্বাচন সম্পন্ন হয়েছে। ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নের মতলব উত্তর উপজেলায় ইতোপূর্বেই চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের এমএ কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হেয়ে গেছেন। গত কয়েকদিন আগে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৮ প্রার্থী সমঝোতার মাধ্যমে একজন করে ২জন প্রার্থী মাঠে থাকায় নির্বাচন হয়ে দাঁড়ায় নিয়ম রক্ষার নির্বাচনে।
নিয়ম রক্ষার এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোতাহার হোসেন খাঁন সুফল উড়োজাহাজ প্রতীক নিয়ে জয়লাভ করে। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে শাহিনা আক্তার জয়লাভ করে।
নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আনসারসহ নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন ২ হাজার ৬শ’ ৯০ জন কর্মকর্তা। মতলব উত্তর উপজেলায় ৯৭ কেন্দ্রে ভোটকক্ষ ছিল ৫৫০টি, আর ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৯৮।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোতাহার হোসেন খাঁন সুফল পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৮ ভোট আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা আক্তার পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।