মতলব উত্তরে ফসলি জমির মাটি ইটভাটায়

ইটভাটায় মালিকের বিরুদ্ধে অভিযোগ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্রামে আবাদী জমির মাটি জোড়পূর্বক কেটে নিচ্ছে নিউ মনির ব্রিক্সস্রে মালিক। এ নিয়ে আদালতে গত ৫ নভেম্বর চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন গোপালকান্দি গ্রামের মৃত আলী মিয়ার ছেলে খোরশেদ আলম। মামলা নং ১১৪১। এতে আসামি করা হয়েছে গোপালকান্দি গ্রামের মনির হোসেনের ছেলে কামাল হোসেন, মৃত সেরাজ উদ্দিন বকাউলের ছেলে চাঁনমিয়া বকাউল, নজরুল ইসলাম, মজিব বকাউল, মুকসুদ ও মেয়ে আরফতন্নেছাসহ ছয়জনকে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জামালপুর আরাজি মৌজার ২৭৫, ৩১৭, ৩৫২, ৩৭২, ৩১৬, ৩৫৩, ২৭৬, ৩৭০, ৩৭৫, ৩৭৬, ৩৭৭, ৩৫১, ৩১৮, ২৭৪, ৩৭১, ৩৭৪, ৩৭৮ দাগে .৮৮২৮ একর আবাদী জমি থেকে মালিক না হওয়া সত্বেও জোরপূর্বক মাটি কেটে নিয়ে যায় নিউ মনির ব্রিক্সস্রে এমডি কামাল হোসেন ও তার বাবা মনির হোসেনসহ তাদের লোকজন। মাটি কাটায় বাঁধা প্রদান করিলে বাদী পক্ষকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। পরে খোরশেদ আলম চাঁদপুর আদালতে মামলা দায়ের করলে এর প্রেক্ষিতে আদালত নালিশী জমির উপর ১৪৫ ধারা জারি করতে মতলব উত্তর থানাকে নির্দেশ প্রদান করেন। এরপর ৭ নভেম্বর দুপুরে মতলব উত্তর থানার এএসআই কাউছার আহমেদ সরেজমিনে গিয়ে নালিশী ভূমিতে কোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন, হস্তান্তর, ক্রয়, বিক্রয়সহ সকল প্রকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন।
পুলিশ সরেজমিনে যাওয়া কেন্দ্র করে বাদীপক্ষের উপর হামলা করে আসামি পক্ষের কামাল ও তার লোকজন। এসময় আব্দুল বাতেনসহ তিনজন আহত হন। বাদী খোরশেদ আলম জানান, মনির ও তার ছেলে কামাল বহুদিন যাবৎ এলাকার মানুষের জায়গা জমি দখল করে ব্রিক্সের ব্যবসা করে আসছে। কেউ কিছু বললে প্রাণে মেরে ফেলবে বলে হুমদি দেয়। মানুষের ফসলী জমির মাটি জোড় করে রাতের আঁধারে কেটে নেয়।
তিনি আরও জানান, মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে আসা কেন্দ্র করে সন্ত্রাসী কামাল আমার ছেলের উপর হামলা করে ও তাকে প্রাণে মেরে ফেলতে চায়। ঘটনাস্থলে পুলিশ থাকায় আমার ছেলে বাতেন প্রাণে রক্ষা পায়। পুলিশ কামালকে আটক করে থানায় নিয়ে যায়।
গোপাল কান্দি গ্রামের জাকির হোসেনের স্ত্রী বিউটি, শাহআলমের স্ত্রী মাফিয়া, জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ফরিদা, খোরশেদ আলমের স্ত্রী মাজেদা ও আশেক আলীর ছেলে সালমা বলেন, মনির ও তার ছেলে কামাল আমাদের অনেক জমি দখল করে ব্রিক্সফিল্ড দিয়েছে। আমরা কিছু বলতে গেলে তারা আমাদের প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এখন ব্রিকফিল্ডের পাশে থাকা ফসলী জমির মাটি কেটে নিচ্ছে তারা।