মতলব উত্তরে স্কুলের ছাদ ভাঙতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ে পুরাতন ভবন ভাঙার সময় ছাদের চাপায় নির্মাণ শ্রমিক রাব্বি মাঝি (১৮) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ রাব্বি মাঝি কাজ করার সময় অসাবধান অবস্থায় থাকায় তার উপর ছাদের পলেস্তার পরলে তিনি গুরুতর আহত হয়। সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎিসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি মাঝিকে মৃত ঘোষণা করে। সাথে মতলব উত্তর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
নিহত রাব্বি মাঝি মুক্তিরকান্দি গ্রামের রশিদ মাঝির ছেলে। তিনি নির্মাণ কন্টাক্টর মহসিনের নিয়ন্ত্রণে কাজ করতো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, বিদ্যালয়ে নতুন একটি আইসিটি ভবন বরাদ্দ হয়েছে। ওই ভবনের জন্য স্থান সংকুলান না হওয়ায় পাশর্^বর্তী বিজ্ঞান ভবনের ১১ ফুট ভাঙার জন্য কন্ট্রাক্টর মহসিনকে ১ লাখ ৭০ হাজার টাকায় ভাঙার জন্য নিয়োগ দেয়া হয়। ঠিকাদার নিয়োগ দেয়ার সময় নিরাপত্তার কথা বারবার বলা হয়েছে। জীবনের নিরাপত্তা নিয়েই ভাঙ্গার কাজ করতে হবে। কারণ নির্মাণ শ্রমিক, শিক্ষার্থী ও শিক্ষকরা সময় পাঠ করাবে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রাব্বি নামে এক নির্মাণ শ্রমিক অসাবধানভাবে কাজ করার জন্য গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করে। একজন শ্রমিকের মৃত্যু আমাদের কাম্য ছিল না।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ফিরোজ আলম বলেন, নির্মাণ শ্রমিক রাব্বি মাঝির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।