মতলব দক্ষিণে আশ্রয়ন প্রকল্প হস্তান্তর


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার চর পাথালিয়া আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মাণ কাজ শেষে চাবি হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা সেনানিবাসের মেজর সাদিকুর রহমান গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের কাছে ওই আশ্রয় প্রকল্পের চাবি হস্তান্তর করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে কুমিল্লা সেনানিবাসের সার্বিক সহযোগিতায় ৩ কোটি টাকা ব্যয়ে উপজেলার চরপাথালিয়া গ্রামে ৮ দশমিক ২শত ৫৬ একর ভূমির উপর আশ্রয়ন প্রকল্পটি নির্মাণ করা হয়। এখানে ২৭টি ব্যারাকে ১শ’ ৩৫টি গৃহহীন পরিবার বসবাসের সুযোগ পাবে। হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপ-সহকারি প্রকৌশলী মো. কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, এই প্রকল্পের জন্য অনেক গৃহহীন পরিবার বসবাসের জন্য আবেদন করেছে। তাদের আবেদন যাচাই-বাছাই করে ঘর বরাদ্দ দেয়া হবে।