মতলব দক্ষিণে নারী নির্যাতন, ইভটিজিং ও মাদক নির্মূলে উঠান বৈঠক


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়ের) উঠান বৈঠক গতকাল মঙ্গলবার নবকলস গ্রামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও সেবা সহকারী কামরুন নাহার ও রেশমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ নারী নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল বলেন, মতলব দক্ষিণ উপজেলা নারী নির্যাতন, ইভিটিজিং এবং মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়া যাবে না। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদককে না বলুন। আমাদের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলের নেতৃত্বে মতলব দক্ষিণ উপজেলাকে মাদক মুক্ত করা হবে। কোন অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না। আপনারা আপনাদের সন্তানদের মাদকসহ বিভিন্ন অপকর্ম দূরে রাখবেন। আপনাদের কোন সমস্যা হলে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নিবেন।