যাত্রী হয়রানি বন্ধে
মতলব দক্ষিণ ব্যুরো
মতলবের ধনাগোদা নদীর মতলব খেয়াঘাটে যাত্রী হয়রানি বন্ধে নৌকার মাঝিদের সাথে গতকাল রোববার সকাল ৯টায় মতবিনিময় করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।
তিনি নৌকা ঘাটের সকল নৌকা মাঝিদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, খেয়া পাড়াপাড়ে যাত্রীরা যাতে হয়রানি না হয় এবং অতিরিক্তি ভাড়া আদায় করা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই জহিরুল ইসলামসহ খেয়াঘাট মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।