মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমীর বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গত ৩ নভেম্বর একাডেমী প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমীর প্রিন্সিপাল আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে একাডেমির উপদেষ্টা সাংবাদিক মাহফুজ মল্লিক ও শিক্ষক ইভা আক্তারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. তানভীর হাসান ও চাঁদপুর সদর কৃষি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আর্শ্বাদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, একাডেমীর পরিচালক মো, জানিবুল আলম জনি, একাডেমীর সিনিয়র শিক্ষক আশরাফুল জাহান শাওলিন, ৫ম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া আলম জেরিন, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সাম্মি। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মো. আ.রহিম ও গীতা পাঠ করেন শিক্ষক রূপা রানী সাহা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল, এসআই জহিরুল ইসলাম, একাডেমীর পরিচালক মেহেদী হাসান মহসীনসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
আলোচনা শেষে চাঁদপুরের রঙের ঢোল ব্যান্ড শিল্পগোষ্ঠির পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া অনুষ্ঠানের দু’জন বিশেষ অতিথি তানভীর হাসান ও আর্শ্বাদ আলী সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজের সাথে ছবি – ০৩
প্রার্থীদের হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা
আজ সাচার উবি’র অভিভাবক নির্বাচন
কচুয়া ব্যুরো
কচুয়া সাচার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার দিনভর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২ হাজার ৪ জন ভোটার রয়েছে। সকাল ৯টা থেকে ৪টা পযর্ন্ত টানা ভোটগ্রহণ চলবে। এতে পুরুষ অভিভাবক পদে ৪টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ১২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ২ জন।
ক্রমিক নং অনুসারে প্রার্থীরা হলেন- ইসমাইল হোসেন, কামাল হোসেন, আব্দুল খালেক তালুকদার, সাংবাদিক জামাল হোসেন, জাহাঙ্গীর দেওয়ান, মফিজুল ইসলাম মেম্বার, মোস্তফা কামাল, মোয়াজ্জেম হোসেন লিটন তালুকদার, রিপন কুমার সাহা, সফিকুল ইসলাম ও হাসান আলী সরকার। সংরক্ষিত নারী সদস্য পদে মায়ানুর আক্তার বকুল ও হাসিনা আক্তার।
সব মিলিয়ে এই বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচনে কোন ৫ জন প্রার্থী নির্বাচিত হচ্ছেন, এদিকেই তাকিয়ে আছে পুরো এলাকাবাসী।