প্রেস বিজ্ঞপ্তি
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে ও অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ন্যাশনাল চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রজেক্ট (এনসিবিপি) এর আওতায় গত বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
‘সবার আগে দৃষ্টি’ এই স্লোগানে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালি ও আলোচনা সভায় হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি তাঁর বক্তব্যে হাসপাতালের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং চক্ষু চিকিৎসা সেবার প্রসার ও বিস্তারের জন্য হাসপাতাল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের গুরুত্ব তুলে ধরেন। হাসপাতালের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তারের লক্ষ্যে চাঁদপুর ও আশেপাশের জেলাসমূহের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু শিবির, সভা, সেমিনার, প্রশিক্ষণ, উন্নয়ন মেলা, তথ্য মেলা ইত্যাদি কার্যক্রমে নিয়মিত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। হাসপাতালের সেবার মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন। তিনি দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালকে দিবসটি পালনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. গোলাম কাওসার ও চক্ষু হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র রায়। এছাড়া হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, সাধারণ পরিষদ সদস্যবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ম্যানেজার (এডমিনিস্ট্রেশন) শামীম খানের পরিচালনায় অনুষ্ঠানে র্যালি শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সদস্য তমাল কুমার ঘোষ। তিনি মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা প্রসারের জন্য বাস্তবায়িত প্রকল্পসমূহের বিষয়ে উপস্থিত সবাইকে জানান। হাসপাতালটি অন্ধত্ব নিবারণে যেভাবে সেবার ধরন প্রসার করে আসছে এবং বিশ্ব দৃষ্টি দিবস উদযাপনের মত জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে অল্প সময়ে এই অঞ্চলে অন্ধত্বের হার শূন্যের কোটায় নেমে আসবে।
সভায় বক্তারা চক্ষু চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করার জন্য হাসপাতাল কতৃপক্ষ ও আন্তর্জাতিক দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। তাছাড়া প্রান্তিক অঞ্চলে চক্ষু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চোখের যত্ন নেওয়া ও চক্ষু পরীক্ষা করার বিষয়ে সবাই গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় সভাপতি ন্যাশনাল চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রকল্পের মাধ্যমে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপনে সহযোগিতা করার জন্য উন্নয়ন সহযোগী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সব সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
১৩ অক্টোবর, ২০১৯।