মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুরে পুলিশের র‌্যালি


স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় র‌্যালিটি কমিউনিটি পুলিশ জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শপথ চত্বরে এসে শেষ হয়।
র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে দ্রব্যমূল্যের দাম কমায়। চাঁদপুরে দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করবেন না। যারা এ ধরনের অপরাধ করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান করা হবে। কোন দোকানে কেউ চাঁদাবাজি করতে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কাজ করা যাবে না।
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি ডা. এস এম শহিদুল্ল্যাহ’র সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শাকিলা ইয়াসমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।
এ সময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, ইন্সপেক্টর আব্দুর রউফ, টিআই ফয়সাল আহমদ, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবতী, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, কমিউনিটি পুলিশ সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন।