শাহরাস্তি ব্যুরো
জেলা তথ্য অফিসের আয়োজনে শাহরাস্তির মেহের উত্তর ও সূচীপাড়া উত্তর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কাযক্রম (৫ম পযায়) প্রকল্পের জিওবি খাতের আওতায় গত ১ ও ২ নভেম্বর মেহের উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বানিয়াচোঁ সুখীর বাড়ি ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লাকামতা কাছারী বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. নোমান হোসেন আখন্দ, মেহের উত্তর ইউপি সচিব সাইফুল ইসলাম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, সূচীপাড়া উত্তর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্য বেবী নাছরিন, সমাজসেবক আহসান মোল্লা, মো. বিল্লাল হোসেন, আবু জাহের, যুবলীগ নেতা সোহেল পাটোয়ারী প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোঁয়া, মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া উঠান বৈঠকে উপস্থিত সব অংশগ্রহণকারীকে মাস্ক বিতরণ করা হয়।
০৩ নভেম্বর, ২০২০।