রুপসায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সম্পাদক সংবর্ধনা

 

ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম কাউছার আলম কামরুলকে সংবর্ধনা প্রদান করেন রুপসা উত্তর ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ নাজিমুদ্দিন পাটওয়ারী ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ। -ইলশেপাড়

মো. মশিউর রহমান :
ফরিদগঞ্জের রুপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম কাউছার উল আলম কামরুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৬ নভেম্বর বিকেলে রুপসা বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে (মো. নাজিমুদ্দিন পাটওয়ারীর অফিসে) এ সংবর্ধনার আয়োজন করা হয়। রুপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাজিমুদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান গাজী।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের মতভেদ থাকবে ব্যক্তিগত, কিন্তু দলের যে কোন প্রয়োজনে আমরা এক ও অভিন্নভাবে কাজ করতে হবে। তাহলেই আমাদের সংগঠন হবে অনেক শক্তিশালী। দলের নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে থাকবে ইস্পাত কঠিন ঐক্য। আগামি সংসদ নির্বাচনে যেন সংসদ সদস্য ড. সামছুল হক ভূঁইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কায় বিজয় নিশ্চিত করতে পারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার কচি পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. সফিকুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাক মো. এমরান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মমিন হোসেন প্রমুখ।
সংবর্ধিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম কাউছার উল আলম কামরুল তার বক্তব্যে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ ও উপস্থিত ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতৃবৃন্দ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামি দিনে ঐক্যবদ্ধভাবে সব মতভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।