রোটারী ফাউন্ডেশনের আজ কুমিল্লায় টিআরএফ সেমিনার

স্টাফ রিপোর্টার
আজ কুমিল্লায় রোটারী ফাউন্ডেশনের টিআরএফ সেমিনার অনুষ্ঠিত হবে। আজ শনিবার কুমিল্লা টাাউন হল অডিটরিয়ামে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সেমিনারটি অনুষ্ঠিত হবে। চাঁদপুর রোটারী ক্লাব থেকে ৮ জন রোটারিয়ান অংশগ্রহণ করবে টিআরএফ সেমিনারে। এতে উপস্থিত থাকবেন রোটারী ডিস্ট্রিক ৩২৮২ এর জেলা গর্ভনর রোটারিয়ান দিলনাশি মোহসিন পিএইচএফসহ আরো অনেকে।
টিআরএফ সেমিনারে চাঁদপুর রোটারী ক্লাব থেকে অংশগ্রহণকারীরা হলেন- রোটারিয়ান পিপি অধ্যাপক জাকির হোসেন আরএফএসএম, ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেল আরএফএসএম, সহ-সভাপতি রোটারিয়ান নাসির খান পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান মোস্তফা ফুল মিয়া পিএইচএফ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, সার্জেন্ট রোটারিয়ান গোপাল সাহা আরএফএসএম ও রোটারিয়ান শাহানা ইসলাম।
এছাড়া কুমিল্লায় রোটারী ফাউন্ডেশনের টিআরএফ সেমিনারে রোটারী ৩২৮২ এর বিভিন্ন জেলার রোটারিয়ানরা উপস্থিত থাকবেন।